অ্যাওয়ার্ড শোতে গিয়ে কি করলেন দিশা ও টাইগার?

দিশা পাটানি ও টাইগার শ্রফ প্রায় বছর দুয়েক হল সম্পর্কে নেই। বলিউডের গুঞ্জন, দুইজনই এই মুহূর্তে জড়িয়েছেন অন্য সম্পর্কে। কিন্তু দু’জনের তিক্ততা মেটেনি? দিশার সঙ্গে টাইগারের ব্যবহার দেখে সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনটাই মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ। কী এমন করেছেন টাইগার? অভিনেত্রী বাণী কাপুরের পাশে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দিশা পাটানি বসেছিলেন। টাইগারও হাজির ছিলেন। প্রাক্তনকে দেখতে পেয়ে দিশা একগাল হাসি নিয়ে তাঁকে ডাকেন। এমনকি হাতের ইশারায় পাশে বসতেও বলেন। যদিও বসার জায়গা ছিল না পাশে। তাঁকে একবার ফিরেও তাকাতে দেখা গেল না! বি-টাউনের নতুন জেনারেশনের মধ্যে প্রাক্তনের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়াই কিন্তু ট্রেন্ড। টাইগারের দিদি ও মায়ের সম্পর্ক আজও ভাল দিশার সঙ্গে।

কেন হয়েছে দিশা ও টাইগারের বিচ্ছেদ? বলিপাড়ায় নানা রটনা আছে এ নিয়ে। সূত্র জানাচ্ছে, টাইগার-দিশা এক সঙ্গেই থাকতেন। কিন্তু হঠাৎ করেই আলাদা থাকতে শুরু করেন টাইগার। নেপথ্যে কারণ হিসেবে উঠে আসছে দিশা নাকি টাইগারকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু টাইগার দায়িত্ব এড়াচ্ছিলেন ক্রমাগত। তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, টাইগার বিয়েতে নাকি একেবারেই রাজি ছিলেন না। প্রত্যেকবারই দিশার দেওয়া এই প্রস্তাব নাকোচ করে দিচ্ছিলেন টাইগার। প্রেমে রাজি কিন্তু বিয়ের নাম শুনতেই নাকি রীতিমতো গায়ে জ্বর আসছিল তাঁর। আর সেই কারণেই টাইগার নাকি দিশার থেকে ক্রমে সরে আসেন। শোনা যাচ্ছে টাইগার নতুন সম্পর্কেও নাকি জড়িয়েছেন। সেই প্রেমিকার নামও নাকি দিশা। ওদিকে পাটানিও কিন্তু থেমে নেই। তাঁর মনেও লেগেছে বসন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *