রবিবার রাত ১টা নাগাদ রাজস্থানের অজমেঢ়ে মাদার স্টেশনের কাছে সুপারফাস্ট ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয়ে পড়ে সুপারফাস্ট ট্রেনের চারটি কোচ ও ইঞ্জিন।তবে হতাহতের খবর না থাকলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এই দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন।
জানা যায় গুজরাতের সবরমতী থেকে উত্তরপ্রদেশের আগরার দিকে যাচ্ছিল সুপারফাস্ট ট্রেনটি। রাজস্থানের অজমেঢ়ে মাদার স্টেশনে পৌঁছনোর মুখে মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। যার ফলে লাইন থেকে ছিটকে পড়ে ট্রেনের ইঞ্জিন।
ট্রেনের এক বাক্তি জানান, যে সময় ঘটনাটি ঘটছিল সেই সময় ট্রেনের প্রায় অধিকাংশ যাত্রীই ঘুমিয়েছিলেন। আচমকা জোরে শব্দ হওয়ায় সকলের ঘুম ভেঙে যায়। আর সেই শব্দ পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মী এবং স্থানীয়েরা। আর তার কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলও গিয়ে পৌঁছয় ঘটনাস্থলে। যাত্রীদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।