নির্বাচন পূর্বে বেশ কিছু চমক গেরুয়া শিবিরের তরফে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। কেন্দ্রের শাসক দল বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।

গেরুয়া শিবিরের দ্বিতীয় প্রার্থী তালিকায় কাদের নাম থাকতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। তমলুক কেন্দ্রের পদ্ম-প্রার্থী হিসেবে যেমন উঠে আসছে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। অন্যদিকে জোড়াফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছেন তাপস রায়।

কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাঁকে। তাপস রায়ের মতো কৌস্তভ বাগচিও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শোনা যাচ্ছে, বিজেপির তরফ থেকেও ভারতের এক প্রাক্তন মহিলা ক্রিকেটারকে দাঁড় করানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *