বিরোধী দলের চ্যালেঞ্জ গ্রহণ করলো কেন্দ্রের শাসক দল

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। গত রবিবার ব্রিগেডের সভা থেকে বিজেপির বিরুদ্ধে ‘গর্জে’ উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পদ্ম-শিবিরকে মুখোমুখি তর্কে বসার খোলা চ্যালেঞ্জ জানান। এবার তৃণমূল ‘সেনাপতি’র সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো কেন্দ্রের শাসক দল। নিজেদের এক্স হ্যান্ডেলে বিজেপি লেখে, ‘আপনার সুবিধা অনুযায়ী স্থান এবং সময় নির্বাচন করুন। মুখোমুখি তর্কের জন্য আমরা আমাদের একজন যুব মোর্চা কার্যকর্তাকে পাঠিয়ে দেব’।

এরপরেই অভিষেক লেখেন, ‘আজ ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠ। দয়া করে AWAS এবং MGNREGA-র শ্বেতপত্র নিয়ে আসবেন। দেখা হচ্ছে’। লেখার শেষে হাতজোড় করার ইমোজিও যোগ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *