জিতুর দ্বিতীয় বিয়ে নিয়ে কি উপদেশ দিলেন নবনীতা?

জিতু কি সত্যি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন? না, একেবারেই নয়। তার ওই পোস্টটা কি একান্তই মজার পোস্ট ছিল? হ্যাঁ জিতু একটি নিউজ রিপোর্টে বলেন, উনি বিয়ে করছেন না। পোস্টতা কেবল মজা করে তিনি পোস্ট করেছিলেন। ঠিক কী লিখেছেন জিতু তাঁর পোস্টে, তার আগে পড়ে নেওয়া যাক।

যেহেতু আপনাদের মধ্যে অনেকেই আমায় এই প্রশ্ন করছেন, আমি ,স্থির করলাম এবার উত্তর দেব। প্রথমত, আমি নিজের সম্পর্ক লোকাচ্ছি না। আমি মনে করি না, এতেও মাথা ব্যথা থাকা উচিত নয়। তৃতীয়ত আমাকে আমার সঙ্গীর নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু জিনিস গোপন করতে হচ্ছে…’।এরপর জিতু লেখেন, ”হ্যাঁ আমি গতসসপ্তাহে আমার ঘনিষ্ট বন্ধুদের কিছু নিমন্ত্রণপত্র পাঠিয়েছি। আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছি ২৫ মার্চ। অপ্রত্যশিতভাবে আমার পরিবার এতে খুশি, আমিও তাই।” এরপর তিনি মজা করে লেখেন, ‘এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি আমি। কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম (একঘেয়ে লাগছিল)’।

এরপরই নবনীতাকে প্রশ্ন করা হয়, যদি সত্যি বিয়ের পিঁড়িতে বসেন জিতু, তবে আপনি কী বলবেন তাঁকে? উত্তরে নবনীতা বলেন, ‘নিঃসন্দেহে শুভেচ্ছা জানাব। সকলের জীবনে ভালো থাকার অধিকার আছে। সকলেরই জীবনে এগিয়ে যাওয়া উচিত। শুধু বলব সম্পর্কে অতীতে যে ভুলগুলো করেছে, সেগুলো আর যেন না করে। বাকি ভাল থাকুক।’ প্রসঙ্গত, তাঁরা এখন আর স্বামী স্ত্রী নন। আইনি কিছু কারণে দুজনের মধ্যে কথা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *