দুঃসংবাদ, আবারও আহত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গুরুতরভাবে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। SSKM সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি সেলাই পড়েছে। নাকে একটি সেলাই পড়েছে।
প্রাথমিকভাবে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাকে দেখেন। পাশাপাশি ইসিজি, ইকো কার্ডিওগ্রাম, ড্রপলার, সিটি স্ক্যান করানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিলেও তিনি হাসপাতালে থাকতে চাননি।
রাতেই মমতাকে এসএসকেএম থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ও জানান, কিছু ধাক্কা লেগে বাড়িতেই পড়ে গিয়েছেন মমতা।