বড় সুখবর রাজ্য সরকারের তরফে

পশ্চিমবঙ্গের বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। রাজ্যের শিক্ষকদের জন্য বলতে গেলে প্রায় এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহর বসিয়েছে রাজ্য সরকারের অর্থ দফতর।

উল্লেখ্য, এর আগে শিক্ষাবন্ধুদের বেতন বাড়ানো হয়েছিল ২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৫,৯৫৪ টাকা থেকে বেতন বাড়িয়ে করা হয় ৮,৩৩৫ টাকা। অর্থাৎ এক ধাক্কায় শিক্ষাবন্ধুদের বেতন বেড়েছিল প্রায় ২,৪০০ টাকা। তবে তখনও তা শিক্ষাবন্ধুদের হাতে মেলেনি।

তবে এবার ভোটের মুখে সেই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, চলতি বছরের আগামী এপ্রিল থেকেই কার্যকর হয়ে যাবে এই বর্ধিত বেতনক্রম। প্রায় ৩,৩৩৭ জন শিক্ষাবন্ধু এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই বর্ধিত বেতনক্রম বাবদ রাজ্যের খরচ হবে প্রায় ৯.১৯ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *