বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। দীঘা থেকে পুরী বা পুরী থেকে দীঘা যাওয়া-আসার জন্য নেই সরাসরি ট্রেন বা বাস।   

এবার মাত্র একটি ট্রেনেই যাতায়াত সম্ভব হবে দীঘা ও পুরীর মধ্যে। ট্রেনে এই দুই সৈকত শহরের মধ্যে যাতায়াত করতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা। দীঘা ও উড়িষ্যার জলেশ্বরকে রেলপথে সংযুক্তকরণের জন্য প্রয়োজন ছিল ৫০৭ একর জমি।

এরমধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৩৭ একর জমি ও উড়িষ্যায় ৩৭০ একর জমি। এই কাজের জন্য রেলের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছিল ১৫৮৪ কোটি টাকা। তবে পশ্চিমবঙ্গে জমি জটের কারণে আটকে ছিল প্রকল্পের কাজ। রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব এর আগে অবশ্য বলেছিলেন দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *