গাজ়া প্রসঙ্গে বৈঠক ডোভাল-নেতানিয়াহুর

পশ্চিম এশিয়া ছ’মাস ধরে উত্তপ্ত ।থামার লক্ষণ নেই ইজ়রায়েল-হামাস সংঘাতের । হামাসের হাতে পণবন্দি রয়েছে বহু মানুষ। গাজ়ায় যুদ্ধের পরিস্থিতি ও পণবন্দিদের মুক্তি  নিয়ে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল  বৈঠক করেছেন । দু’জনের কথা হয়েছে গাজ়া ভূখণ্ডে মানবিক সহায়তা নিয়ে । মানবিক সহায়তা ও ত্রাণ নিয়ে আলোচনার পাশাপাশি নেতানিয়াহু এবং ডোভাল এলাকার স্থিতাবস্থা ও বন্দিমুক্তি নিয়েও কথা বলেছেন ।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, ‘পণবন্দিদের মুক্তির প্রচেষ্টা এবং মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে’ অজিত ডোভালের সঙ্গে আলোচনায় । ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দফতর তাদের সাক্ষাতের ছবি পোস্ট করেছে । সে সম্পর্কে বলা  হয়েছে, ডোভালকে গাজ়া উপত্যকায় যুদ্ধের ঘটনাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন নেতানিয়াহু।রবিবারও গাজ়ায় ইজ়রায়েলের সঙ্গে হামাসের সংঘাতের বিভিন্ন সংবাদ উঠে এসেছে।

 এ প্রসঙ্গে উল্লেখ্য, এর আগেও কাতারে ভারতের নৌসেনার প্রাক্তন ৮ কর্মীর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর বেশ কয়েকবার কাতারে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরবর্তীতে কাতারের থেকে ওই ৮ প্রাক্তন সেনাকর্মী মুক্তি পেয়ে ভারতে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *