সেলা টানেল নিয়ে বেজায় চিন্তিত চিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনের আগে অরুণাচল প্রদেশ সফরে গেলেন। এবার সেই সফরের প্রতিবাদে কূটনৈতিক প্রতিবাদ শুরু করল চিন।নরেন্দ্র মোদির সফরের পরেই বেজিংয়ের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, অরুণাচল প্রদেশ চিনের অংশ।তাই ভারত একতরফাভাবে সেখানে উন্নয়নের চেষ্টা করতে পারে না ।

প্রধানমন্ত্রী গত শনিবার গিয়েছিলেন অরুণাচল সফরে। সেখানে তিনি  ১৩ হাজার ফুট উঁচুতে  সেলা টানেলের উদ্বোধন করেন। দুই লেনের এই টানেল ৮২৫ কোটি টাকায়  তৈরি হয়েছে । সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্র যাতে দ্রুত চিন সীমান্তে পৌঁছে দেওয়া যায়, সেই কারণেই অসমের তেজপুর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত এই টানেল তৈরি হয়েছে। সামরিক বিভাগের মত অনুযায়ী, এই টানেলের মাধ্যমে তাওয়াং-সহ একাধিক গুরুত্বপূর্ণ  এলাকায় দ্রুত পৌঁছতে পারবে ভারতীয় সেনা।

কিন্তু চিন ভারতের এই পদক্ষেপকে মোটেই ভাল চোখে দেখছে না । সেদেশের  বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, “জাংনান এলাকাটি কিন্তু  চিনের অন্তর্ভুক্ত। তাই চিনের অন্তর্ভুক্ত জাংনানে উন্নয়ন করতে পারে না ভারত। সেখানে দিল্লি যা পদক্ষেপ করছে সেটা আসলে ভারত-চিন সম্পর্কের অবনতিই করবে। সীমান্ত এলাকাতেও নতুন করে সমস্যা বাড়াবে।” মোদির অরুণাচল প্রদেশ সফরের তীব্র বিরোধিতা করেছেন চিনা মুখপাত্র। প্রসঙ্গত উল্লেখ্য , অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন ধরে নিজেদের অংশ বলেই প্রচার করছে চিন। তবে ভারতের তরফেও বলা হয়েছে, নতুন নতুন নাম আবিষ্কার করে বাস্তবকে কিন্তু বদলাতে পারবে না চিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *