হড়পা বান ও ধসের জোড়া ধাক্কায় বিধ্বস্ত সুমাত্রা

ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রবল বন্যা ও ধসে বিপর্যস্ত হয়ে পরেছে । এই বন্যার জেরে দ্বীপটিতে এর মধ্যেই ১৯ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ। প্রায়  ৮০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন সরকারি ত্রাণশিবিরে ।গত শুক্রবার হড়পা বানের কবলে পড়ে পশ্চিম সুমাত্রা। জলের তোড়ে উপড়ে যায় গাছ আর সেই সঙ্গেই পাহাড়ের গা বেয়ে নিচের দিকে গড়িয়ে আসে বড় বড় পাথর। প্রবল স্রোতের পাশাপাশি ভূমিধস-এই দুই মিলে বিপর্যয় নেমে আসে সুমাত্রায়।সুমাত্রার বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতে,কোটোর টারুসান এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার পর্যন্ত উদ্ধার হয়েছে মোট ১৯ জনের মৃতদেহ এবং ৭ জন নিখোঁজ ।

সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮০ হাজার মানুষকে সরকারি ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার জেরে বেশ কিছু বাড়িও ধ্বংস হয়েছে  আর প্রায় ২০ হাজার বাড়ি জলের তলায়। বন্যার জেরে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

তবে প্রাকৃতিক দুর্যোগের জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজও। স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জানান, ধস আর হড়পা বানের জেরে বন্ধ হয়ে গিয়েছে অনেক রাস্তা।   যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে উদ্ধারকারীদের পক্ষে। বিপদ বাড়াচ্ছে ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট। ফলে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়ে পড়েছে কঠিন ।প্রবল ভূমিকম্পও হয়েছে ইন্দোনেশিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *