বড় সুখবর রাজ্য সরকারের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। তিলোত্তমার মানুষজনদের সুবিধার্থে ফের বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন বাড়িতে ফেরুল থাকে। এর মাধ্যমে জল আসে। তাই ফেরুল পরিষ্কার রাখাটা ভীষণ জরুরি। কারণ ফেরুল পরিষ্কার না থাকলে জল সরবরাহ ব্যাহত হয়।

এটি পরিষ্কার করাতে গিয়ে অনেক সময় দেখা যেত বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তবে এবার থেকে আর সেই সমস্যা হবে না। এতদিন অবধি ফেরুল পরিষ্কার করানোর জন্য টাকা দিতে হতো। তবে এবার থেকে এর জন্য কলকাতাবাসীকে আর টাকা গুনতে হবে না।

কলকাতা পুরসভার অধীন ১৪৪টি ওয়ার্ডেই বিনামূল্যে ফেরুল পরিষ্কারের কথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। আগে ফেরুল পরিষ্কার করাতে হলে তাঁদের দিতে হতো ১০০ টাকা। ফিরহাদ হাকিম বলেন, আগে সংযোজিত এলাকার ফেরুল পরিষ্কার করতো কন্ট্র্যাক্টাররা। তুবে এবার সম্পূর্ণ কলকাতায় একভাবে কাজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *