অন্ডালের ধান্ডাডিহি গ্রামে শুক্রবার এক নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম জীতেন্দ্র কুমার সিং। মৃতের বয়স আনুমানিক ৩৪ বছর। মাধবপুর কোলিয়ারি এলাকায় তার বাড়ি। এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয় ধান্ডাডিহি গ্রাম সংলগ্ন জলপ্রকল্পের পাশে পরিত্যক্ত খোলামুখ খনি থেকে। ঘটনাস্থলে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ পৌঁছায়।
মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পরিবার সূত্রে জানা গেছে, ওই যুবক বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। মৃতের ভাই সত্যেন্দ্র কুমার সিং জানান,” সকালে মিসিং ডায়েরি করতে থানাতে গিয়েছিলাম। সেখানে পুলিশ জানায় ধান্ডাডিহিতে পরিত্যক্ত জলাশয়ে একটি মৃতদেহ দেখা গেছে। তারপরই মৃতদেহটি জীতেন্দ্রর বলে শনাক্ত করা হয়।” এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে অন্ডাল থানার পুলিশ।