অরুণাচলে ১৩ হাজার ফুট উচ্চতায় তৈরি সড়ক-সুড়ঙ্গ উদ্বোধনে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার চিন সীমান্তে গিয়ে নতুন সুড়ঙ্গপথের উদ্বোধন করবেন।  অরুণাচল সফরে গিয়ে তিনি চিন সীমান্তবর্তী সেলা গিরিপথের দ্বিতীয় সুড়ঙ্গটি উদ্বোধন করবেন । ১৩ হাজার ফুট উচ্চতায় নির্মিত ওই সুড়ঙ্গের মাধ্যমে ভারতীয় সেনা যে কোনও মরসুমেই চিনের কাছে থাকা তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পৌঁছতে পারবে ।

ভারত গালওয়ানকাণ্ডের পরে যথাক্রমে লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের এলএসি-তে চিনা ফৌজের সক্রিয়তার কথা মাথায় রেখেই জরুরি ভিত্তিতে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনা এবং সামরিক সর়ঞ্জাম চিন সীমান্তে পাঠানোর জন্যই ভারত সড়ক, সুড়ঙ্গ ও রেলপথ নির্মাণের ওপর গুরুত্ব দিতে চাইছে । তারই অন্যতম অংশ সেলা গিরিপথের দু’টি সুড়ঙ্গ।

প্রথম সুড়ঙ্গটি ১০০৩ মিটার দীর্ঘ এবং দ্বিতীয় সুড়ঙ্গটি ১৫৯৫ মিটার দীর্ঘ যা, নির্মাণে   খরচ হয়েছে ৮২৫ কোটি টাকা। সেই সঙ্গে ৮ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের সংযোগরক্ষাকারী সড়কও তৈরি হয়েছে ।দৈনিক ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে ৩০০০ গাড়ি এবং ২০০০ পণ্যবাহী ট্রাক যাতায়াত করতে পারবে এই সুড়ঙ্গ দু’টি দিয়ে।প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা বর্ডার রোডস অর্গানাইজ়েশন এই পরিকল্পনা রূপায়ণের দায়িত্বে রয়েছে । এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য আপৎকালীন পরিস্থিতির জন্য অস্ত্র মজুত রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *