অভিনেতা কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ গত শনিবার সাত পাকে বাঁধা পড়েছেন। ৬ মার্চ, বুধবার ছিল তাঁদের বৌভাতের অনুষ্ঠান। পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েট হলে আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠান। ওদের বিয়ে নিয়ে গোটা সমাজ মাধ্যমে যেমন চর্চা শুরু হয়েছে তেমনি সমালোচনার ঝড় উঠেছে।
বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি চাননি কাঞ্চন-শ্রীময়ী, সেটা তাঁরা আগে জানিয়েছিলেন। তবে বৌভাতের অনুষ্ঠানে তাঁদের এই লেখা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই শুরু হয়েছে সমালোচনা। ব্যাঙ্কোয়েট হলে ঢোকার মুখেই একটি বোর্ডে ইংরেজিতে লেখা ছিল ‘প্লিজ,প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালোউড’। যে লেখাটার বাংলা মানে দাঁড়ায় , ‘‘দয়া করে সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকের প্রবেশ নিষেধ।’’ সাংবাদিক মহলে এই বিষয়কে কেন্দ্র করে তীব্র কটূক্তি শুরু হয়েছে।
শ্রীময়ী জবাবে বলেন , ‘‘ আমাদের মতামত জানিয়েছিলাম। হোটেল কর্তৃপক্ষ সেটাকে কী ভাবে পরিচালনা করছেন সে বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য ছিল না। তা ছাড়া এখানে তো কাউকে অপমান বা খারাপ কথা বলা হয়নি। সকলেই মানুষ। আমাদের বিয়ের কার্ডেও এমন কোনও খারাপ ইঙ্গিত নেই।’’