৩৭০ ধারা রদের পর কাশ্মীরে প্রথম উন্নয়নের বার্তা মোদির

বিকশিত ভারত গড়ে তুলতে হলে সবার প্রথমে দরকার বিকশিত  কাশ্মীর। ৩৭০ ধারা বিলোপ করার পর প্রথমবার কাশ্মীরে গিয়ে উন্নয়নের বার্তা দিলেন নরেন্দ্র মোদি । জানিয়ে দিলেন, কাশ্মীরবাসীর মন জয় করতেই উপত্যকায় গিয়েছেন তিনি।কাশ্মীরকে তিনি ভারতের কপাল বলে উল্লেখ করেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার শ্রীনগর পৌঁছেছেন । সেখানে তিনি ৬ হাজার ৪০০ কোটির মোট ৫৩টি প্রকল্পের ঘোষণা করেছেন ।

বেশ কয়েকজনের হাতে তুলে দিয়েছেন সরকারি চাকরির নিয়োগপত্রও। সেখানে তিনি বিকশিত কাশ্মীরে উন্নয়নের বার্তা জানান তাঁর ভাষণে। তাঁর মতে,  যেসমস্ত প্রকল্পগুলির উদ্বোধন হল সেগুলো কাশ্মীরের উন্নতি করবে। আর কাশ্মীরের বিকাশ অর্থ  ভারতের বিকাশ। এই কাশ্মীর দেখার জন্যই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ।

 মোদির মুখে শুধু উন্নয়নের প্রকল্পই নয়, ৩৭০ ধারার বিলোপে কীভাবে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে সেই কথাও উঠে এসেছে। তিনি বলেন, কংগ্রেস ও তার সঙ্গীরা বহুদিন ধরে ৩৭০ ধারা ব্যবহার  করে কাশ্মীরিদের ভুল বুঝিয়েছে। রাজনৈতিক ফায়দার জন্য কাশ্মীরকে শিকলে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু এখন আর সেই ৩৭০ ধারা নেই। তাই কাশ্মীরের যুবসমাজের প্রতিভার কদর সর্বত্র হচ্ছে, সকলের জন্যই সমান সুযোগ তৈরি হচ্ছে। আগামী দিনে কাশ্মীরকে ঘিরেই সারা পৃথিবীর আকর্ষণ তৈরি হবে ।বিশেষজ্ঞদের মতে, কাশ্মীর থেকে সন্ত্রাসবাদকে একেবারে সমূলে উৎপাটন করতে চান মোদি। তাই ঢালাও উন্নয়নের পথে হাঁটছে কেন্দ্র। উন্নয়ন হলে জনমানসেও জঙ্গিদের প্রভাব কমবে, কর্মসংস্থানই হলে কমবে সন্ত্রাসবাদও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *