দু’টি হাত দুর্ঘটনায় হারিয়েছিলেন, এতো বড় যুদ্ধ জয় করার পরও আবার ছবি আঁকার স্বপ্ন দেখছেন শিল্পী

এই প্রথম দিল্লিতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দ্বিপাক্ষিক হাত প্রতিস্থাপন করা হল। রোগীর বয়স ৪৫ বছর। ট্রেন দুর্ঘটনায় ২০২০ সালে তিনি দু’টি হাতই হারিয়েছিলেন।চিত্রশিল্পী ছবি আঁকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তবে আবারও দুহাত দিয়ে রং তুলি ধরে ছবি আঁকতে পারবেন , সবটাই সম্ভব হয়েছে এক মহিলার অঙ্গদান ও দিল্লির এক দল চিকিৎসকের জন্য।তিনি এখন আপাতত সুস্থ।

৭ মার্চ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে। সেই রোগী আর্থিক ভাবে খুব একটা সচ্ছল ছিলেন না। কোনও রকম আশা ভরসাই ছিল না তাঁর হাত ফিরে পাওয়ার। তবে এক অবিশ্বাস্যকর ঘটনা ঘটল শিল্পীর জীবনে। ৪৫ বছর বয়সি মীনা মেহতার অঙ্গদানের মাধ্যমে ঘটেছে এমন চমৎকার। ১২ ঘণ্টা ধরে চলেছে এই জটিল অস্ত্রোপচার। মহিলার মৃত্যুর পর তাঁর কিডনি, লিভার এবং কর্নিয়া অন্য তিন জনের জীবনকে বদলে দিয়েছে। এবং তাঁর হাত দু’টি চিত্রশিল্পীকে নতুন জীবনের সাথে সাথে নতুন স্বপ্ন দেখার ভরসা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *