রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ভারতীয় বিদেশমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ।কার্যত এস জয়ংকর পশ্চিমি দুনিয়াকে নিজের চরকায় তেল দিতে শিখিয়েছেন ।আমেরিকা-সহ বেশ কয়েকটি পশ্চিমি দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রুশ তেল কেনা নিয়ে একাধিক নিষেধাজ্ঞা চাপায়। কিন্তু ভারত দেশের স্বার্থের কথা মাথায় রেখেই কম দামেই রুশ তেল কিনতে থাকে । তার জন্য আমেরিকা প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে।
মার্কিন প্রশাসন নিজেদের প্রতিনিধি পাঠিয়েও ভারতের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছিল । জয়শংকর সে সম্পর্কে বলেছিলেন, ইউরোপের দেশগুলি ভারতের তুলনায় অনেক বেশিই পরিমাণে তেল কিনছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনরূপ অভিযোগ উঠছে না। কম দামে অশোধিত তেল ভারতকে বিক্রি করলেও রাশিয়ার তরফে কিন্তু কোন আপত্তি তোলা হয়নি। বরং আন্তর্জাতিক চাপ সামলেও জাতীয় স্বার্থেই ভারত যেভাবে রাশিয়া থেকে তেল আমদানি করেছে, সেই অবস্থানের ভূয়সী প্রশংসা করেছে রাশিয়া প্রশাসন।
কয়েক দিন আগেও মিউনিখের একটি সম্মেলনে বিদেশমন্ত্রী জয়শংকরকে প্রশ্ন করা হয়, বিরোধী অবস্থানের জেরে রুশ তেল কেনা নিয়ে কি অন্য দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে কোন টানাপোড়েন বাড়ছে? জয়শংকর সেই প্রশ্ন কার্যত উড়িয়ে দেন । তার পরেই লাভরভ জয়শংকরের ভূয়সী প্রশংসা করেন । লাভরভের মতে, দেশের সম্মান কীভাবে বজায় রাখতে হয় সেটা ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর খুব ভালো মতো জানেন।