শেষ চার দিনে সোনার দাম বাড়ল দু’হাজার টাকা,বিপাকে ক্রেতারা

সোনার দাম লাফিয়ে বাড়ছে। ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম (২৪ ক্যারাট) চার দিনেই চড়েছে ২০০০ টাকা। ফলে এই প্রথম তা পেরিয়েছে ৬৫,০০০ টাকার মাইলফলক।

কলকাতায় মঙ্গলবার সোনার নজিরবিহীন ভাবে দাম ছুঁয়েছে ৬৫,২৫০ টাকা ইতিমধ্যেই সোনায় লগ্নি করে থাকা মানুষেরা উৎসাহিত। কিন্তু বাড়ির বিয়ের জন্য যাঁদের গয়না কিনতেই হবে তাঁদের মাথায় হাত পড়েছে। স্বর্ণ শিল্পমহলের দাবি, ঠিক এই কারণে চিন্তা বাড়ছে গয়নার ব্যবসায়ীদেরও।

কারণ, আচমকা চাহিদা অনেকটা কমেছে কয়েক দিনের মধ্যে । দোকানে দোকানে ঘুরে ফিরে যাচ্ছেন খালি হাতে বহু ক্রেতা। ছোটখাটো সোনার আংটি বা হারের বিক্রিও হঠাৎ তলানিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *