কাঞ্চন–শ্রীময়ীর ৬ মার্চ বৌভাতের অনুষ্ঠান। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠানের নানা মুহূর্ত সমাজমাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এই সময় কী করছেন ? সমাজ মাধ্যমে পিঙ্কি জানান ,”নবদম্পতির জন্য অনেক শুভেচ্ছা রইলো”। এবং এটাও জানান কাঞ্চনকে বিয়ে করা তার ভুল হয়েছে।
পিঙ্কির কাঞ্চনের সঙ্গে সম্পর্ক ভাঙলেও তাঁর বাবার কার্তিক মল্লিকের কথা ফিরে ফিরে এসেছে কথায়। পিঙ্কির কথায়, ‘‘উনার শ্বশুর ছিলেন উনার চা-কফি খাওয়ার সঙ্গী। উনাকে ডাকতেন ‘বিনি’ নামে। এমন মিষ্টি ভাষার মানুষ উনি খুব কম দেখেছেন ।’’ ধারাবাহিকে কাজ করেও ওশকে যথেষ্ট সময় দেন পিঙ্কি, এবং নিজের মতো করে মানুষ করতে চান। ‘সিঙ্গল মাদার’ হয়ে যাত্রা শুরু করলেন পিঙ্কি, রাগ-অভিমান পেরিয়ে ওশকে নিয়ে থাকার চেষ্টা।