নতুন নজির মহিলাদের আইপিএলে। একতা বিস্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেললেন । আর তার মাঠে নামতেই তৈরি হল এক অন্য নজির। ৩৮ বছরের এই ক্রিকেটারই হলেন প্রিমিয়ার লিগে খেলা প্রবীণতম মহিলা ক্রিকেটার। একতার নজির গড়ার এই ম্যাচে জয় পেল বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানারা প্রথমে ব্যাট করে করেন ৩ উইকেটে মোট ১৯৮ রান। অপরদিকে ইউপি ওয়ারিয়র্সের ইনিংস শেষ হল ৮ উইকেটে ১৭৫ রানে। মন্ধানারা ২৩ রানে জয় পেলেন ।
এ দিন প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিল বেঙ্গালুরু।মন্ধানা সামনে থেকে নেতৃত্ব দিলেন দলকে। ওপেন করতে নেমে তিনি ৫০ বলে ৮০ রানের ইনিংস খেলেন। আরসিবি অধিনায়কের ব্যাট করে ১০টি চার এবং ৩টি ছয় করে। অপর ওপেনার সাব্বিনেনি মেঘনা ২১ বলে ২৮ রান করেন। তিনি ৫টি চার মারেন।এলিস পেরি তিন নম্বরে নেমে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। ৪টি করে চার ও ছয় মেরেছেন এই অসি অলরাউন্ডার। মন্ধানা এবং পেরি জুটি তোলেন ৯৫ রান। শেষে রিচা ঘোষ ১০ বলে ২১ রান করে থাকেন অপরাজিত ।তিনি ২টি চার এবং ১টি ছয় করেন। ২ রানে অপরাজিত থাকেন সোফি ডিভাইন । ওয়ারিয়র্সের বোলারদের মধ্যে কেবল সোফি একলেস্টোন ২২ রানের বিনিময় ১ উইকেট নিয়েছেন।
অপরদিকে ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি ৩৮ বলে ৫৫ রান করলেও দলের ব্যাটিং ধস আটকাতে পারলেন না। তিনি ৭টি চার ও ৩টি ছয় মারেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন দীপ্তি শর্মার ২২ বলে ৩৩। ৪টি চার এবং ১টি ছক্কা ছিল দীপ্তির ইনিংসে। শেষ দিকে কিছুটা চেষ্টা করেন পুনম খেমার। তিনি করলেন ২৪ বলে ৩১। বেঙ্গালুরুর বোলার আশা শোভনা ২৯ রানে ২ উইকেট নেন। সোফি মোলিনাক্সও ২৯ রানে ২ উইকেট পেয়েছেন। সোফি ডিভাইনের ৩৭ রানে ২ উইকেট । জর্জিয়া ওয়ারহ্যাম ৩৮ রানে ২ উইকেট নিয়েছেন ।