শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল শিবিরের ডারউইন নুনেসের গোলে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে দুর্দান্ত জয় য়ুর্গেন ক্লপের দলকে শীর্ষেই রেখে দিল। তবে চেলসির সঙ্কট কিন্তু কাটল না। মৌরিসিয়ো পোচেত্তিনোর দল অ্যাওয়ে ম্যাচে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকে ম্যাচ শেষ করে ২-২ গোলে।
উরুগুয়ের ২৪ বছরের নতুন তারা গত মাসে পায়ের চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়া পরিবর্ত হিসেবে খেলতে নেমেই পেয়ে গেলেন গোল। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো লিভারপুল। উল্লসিত ম্যানেজার ক্লপ ম্যাচের পরে বলেছেন, এই ম্যাচটা মোটেও সহজ ছিল না। কিন্তু এই জয় এটাই প্রমাণ করে দেয় যে, লিভারপুল কী পরিমাণ লড়াকু মনোভাব নিয়ে খেলতে নামে।তিনি আরও যোগ করেন, নুনেসের থেকে এমন গোলই প্রত্যাশিত ছিল। চোট সারিয়ে ফেরার পরে এমন একটা স্বীকৃতির প্রয়োজন ছিল ওর কাছে এবং নুনেসের জন্য তিনি গর্বিত।
তবে স্ট্যামফোর্ড ব্রিজের দলের সুদিন ফেরেনি এখনও। ম্যাচের আবহ পাল্টে যায় ৩৫ মিনিটে জ্যাকসনের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পরেই ।পর পর ৫০ মিনিটে রোয়েরস্লেভ ও ৬৯ মিনিটে উইজ়ার গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ৮৩ মিনিটে চেলসিকে হারের হাত থেকে রক্ষা করেন আক্সেল দিসাসি। ২৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চেলসি রয়ে গেল ১১ নম্বরেই। ম্যাচের পরে হতাশ পোচেত্তিনো বলেছেন, ‘‘প্রথমে গোল করেও সেই ছন্দটা দল ধরে রাখতে পারেনি। এই মরসুমে বারবার করে এই ধারাবাহিকতার অভাব দলকে ডুবিয়েছে, যা চিন্তা বাড়াচ্ছে।’’