যদিও ভারত সিরিজ় জিতে গিয়েছে । কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ধর্মশালায় পঞ্চম টেস্ট ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই ম্যাচ ঘিরেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ ধর্মশালায় টেস্ট চলাকালীন বরফ পড়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা থাকবে নামমাত্র ।
একটি রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী পাঁচ দিন ধর্মশালার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা -৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতি, শনি ও সোমবার বরফ পড়ার এবং বাকি দিনগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ সারা দিন ধরেই মেঘলা থাকবে এবং রোদ ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে খেলা কিভাবে হবে তা নিয়ে সংশয় রয়েছে।
ভারত ও ইংল্যান্ড এই দু’দলই এখন মোহালিতে রয়েছে।তারা সেখানে অনুশীলনে রত। মোহালির আবহাওয়াও বেশ ঠান্ডা কিন্তু ধর্মশালার পরিস্থিতি খুবই খারাপ। তবে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা এই সম্পর্কে কিছুই বলেনি।সুনীল গাওস্করের মতে ধর্মশালার পরিবেশ ইংল্যান্ডের বেশি সুবিধা করবে তাই ভারতকে জিততে হলে আরও ভাল করে খেলতে হবে তাকে ।