বেঙ্গালুরুতে অবস্থিত কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে ঘটল বিস্ফোরণ।এতে আহত হয়েছেন চার জন। ক্যাফেতে শুক্রবার দুপুর ১টা নাগাদ আচমকা বিস্ফোরণ হয়। কী ভাবে এই বিস্ফোরণ হল, পুলিশ তা খতিয়ে দেখছে । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আহত চার জনের মধ্যে তিন জন সেই ক্যাফেরই কর্মী।
একটি সুত্রে জানা গেছে, ক্যাফেতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। যদিও অপর একটি সূত্রে খবর, ক্যাফেতে আইইডি বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হয়নি ।বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ক্যাফেটি যে এলাকায় রয়েছে, সেটি ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীর লোকজন। ক্যাফেতে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা।
উল্লেখ্য রামেশ্বরম ক্যাফেটি বেশ জনপ্রিয়। তার হোয়াইটফিল্ড শাখায় ঘটেছে বিস্ফোরণ।বেশ কিছু দিন আগে এই ক্যাফেতে গিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। সমাজমাধ্যমে তিনি সেই ছবি পোস্টও করেছিলেন ।