শ্রীনগরের জনসভায় ৭ই মার্চ প্রধানমন্ত্রী

কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম শ্রীনগরে যাচ্ছেন নরেন্দ্র মোদী।সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ মার্চ  কাশ্মীরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের লক্ষ্যের সাথে প্রধানমন্ত্রীর  এই আসন্ন সফরকে সংযুক্ত করে দেখছে রাজনৈতিক শিবির।

বুধবার সচিন তেন্ডুলকর নিজের সাম্প্রতিক কাশ্মীর ভ্রমণের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন এবং সেই ভিডিয়ো শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সচিন পোস্টে লিখেছিলেন, ‘চারিদিকে তুষারপাত । তবু আমরা মানুষের আতিথেয়তায় উষ্ণতা অনুভব করেছি। প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের এই দেশে দেখার মতো অনেক কিছু রয়েছে। বিশেষ করে এই সফরের পর, আমি ওঁর সঙ্গে একমত না হয়ে পারছি না।’ নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’-র প্রসঙ্গে সচিনের বক্তব্য, ‘‘কাশ্মীরের উইলো ব্যাটগুলি ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর দারুন উদাহরণ। সেগুলি এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে রফতানি হচ্ছে।’’

সচিনের এই ভিডিয়োটিকেই নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘‘দেশের যুবশক্তির দু’টি প্রাপ্তি ঘটেছে সচিনের জম্মু ও কাশ্মীর সফর থেকে। এক, দেশের বিভিন্ন প্রান্তকে আবিষ্কার এবং দুই, ‘মেক ইন ইন্ডিয়ার’ গুরুত্বকে বোঝা। আসুন, আমরা উন্নত ও আত্মনির্ভর ভারত তৈরি করি।’’ নরেন্দ্র মোদী উপত্যকায় সফরে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসবেন এবং উপত্যকার জন্য একাধিক প্রকল্প ঘোষণা করারও কথা মোদীর। জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়নার বক্তব্য অনুযায়ী জম্মু-কাশ্মীরের মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল, প্রধানমন্ত্রী সেখানে আসুন এবং বক্তৃতা দিন এবং অবশেষে তিনি আগামী ৭ মার্চ শ্রীনগরে জনসভা করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *