মোদী সরকারের বার্তা, আন্তর্জাতিক বৃত্ত এবং ঘরোয়া রাজনীতিতে প্যালেস্টাইন এবং ইজ়রায়েলের মধ্যে ভারসাম্য বজায় রাখাতেই পক্ষপাতী নয়াদিল্লি। গত কাল গভীর রাতে রাষ্ট্রপু্ঞ্জের মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশনে গাজ়া পরিস্থিতি এ কারণেই উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে তিনি জানালেন, জঙ্গি হামলা এবং অপহরণও একেবারেই গ্রহণযোগ্য নয়।
২০২৩ এর ৭ অক্টোবর ইজ়রায়েলে জঙ্গি হামলা চালায় হামাস গোষ্ঠী। তার ফল স্বরূপ ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজ়ায় যুদ্ধ ঘোষণা করেন। গত রাতে নয়াদিল্লি থেকেই মানবাধিকার পরিষদে ভিডিয়ো মাধ্যমে দেওয়া বক্তৃতা দেন জয়শঙ্কর । তিনি ইজ়রায়েল-গাজ়ার যুদ্ধ যেন দেশের মধ্যে বা তার সীমা ছাড়িয়ে চার দিকে আরও ছড়িয়ে না-পড়ে তার দিকে যেমন গুরুত আরোপ করেন তেমনি দু’টি রাষ্ট্রের সমাধান প্রয়োজন বলেও তিনি জানান, যেখানে প্যালেস্টাইনের মানুষেরা সুরক্ষিত সীমান্তের ভিতরে বাস করতে পারবেন। তিনি বলেন মানবাধিকার রক্ষার আইনকে সব সময়ে শ্রদ্ধা করতে হবে।
এর আগেও মিউনিখে নিরাপত্তা সম্মেলনেও প্যালেস্টাইন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘‘ভারত দীর্ঘ সময় ধরেই দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলে এসেছে। আমরা দশকের পর দশক ধরে এই এক অবস্থানেই অনড় রয়েছি। আর এখন বিশ্বের আরও অন্যান্য দেশ দ্বি-রাষ্ট্র সমাধানের কথাই বলছে।’’