আইপিএলে কেকেআর গাওস্করের কালো ঘোড়া

কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে ‘কালো ঘোড়া’ হিসেবে দেখছেন  সুনীল গাওস্কর। কিন্তু প্রাক্তন অধিনায়ক চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ানসও যে জয়ের দাবিদার, তাও  মানছেন ।

কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরের মধ্যে সঠিক বোঝাপড়া দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন সানি। গম্ভীর ও পণ্ডিত যদি একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন, তা হলে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিচ্ছেন না গাওস্কর। তাঁর কথায়, ‘‘ওরা যদি একসঙ্গে দলটির দায়িত্ব নেয়, তা হলে চ্যাম্পিয়ন হওয়াও কিছু অসম্ভব নয়। ক্রিকেটীয় মস্তিষ্ক অসাধারণ দু’জনের । তা ছাড়া গম্ভীরের নেতৃত্বই শেষ বার ট্রফি দিয়েছে কেকেআরকে । মেন্টর হিসেবে ওকে ফিরিয়ে আনার পেছনে যথেষ্ট কারণ আছে।’’

অপর দিকে আইপিএলের ফেরার জন্য কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন ঋষভ পন্থ। তাকে জিমে কসরত করতে দেখা যায় । এ বারও দিল্লি ক্যাপিটালসকে  নেতৃত্ব দেবেন পন্থ। উল্লেখ্য

২০২২ ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পরে প্রথম সারির ক্রিকেট খেলতে পারবেন কি না ছিল প্রশ্ন। কিন্তু ঋষভ হাল ছাড়েননি। তাঁর  লড়াই অনুপ্রেরণা হয়ে থাকবে তরুণ ক্রিকেটারদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *