শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে সিংহীর নাম সীতা করা নিয়ে আপত্তি তুলেছিল হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এই ঘটনায় ত্রিপুরার আইএফএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য, শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে ত্রিপুরা থেকে এই সিংহ ও সিংহী এসেছে। এই পরিস্থিতিতে ত্রিপুরার প্রধান বন সংরক্ষক আধিকারিক প্রবীণ লাল আগরওয়ালকে সেখানকার সরকার সাসপেন্ড করেছে। জানা গেছে, ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে শিলিগুড়িতে এসেছিল এই সিংহ-সিংহী। এই সিংহগুলিকে ১২ ফেব্রুয়ারি অ্যানিমাল এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে উত্তরবঙ্গে পাঠানো হয়েছিল। প্রবীণ লাল আগরওয়াল সেই সময়ে ‘ডেসপ্যাচ রেজিস্টার’-এ এই সিংহগুলির নাম আকবর এবং সীতা হিসাবে উল্লেখ করেছিলেন।
এর আগে, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করেছিলেন যে সিংহী সীতা এবং সিংহ আকবরের নামকরণের যুক্তি তাঁর কাছে বোধগম্য নয়। পরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয় যে তারা সিংহ ও সিংহীর নাম পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে। তারা এসব সিংহের নামও রাখেনি বলে জানা গেছে। বরং ত্রিপুরা এই নামকরণের সঙ্গে যুক্ত।