দিল্লি-ওয়াশিংটনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা

আগামী বুধবার নয়াদিল্লিতে ভারত এবং আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা শুরু হতে চলেছে। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের উপসচিব ক্রিস্টি ক্যানেগালো সে দেশের সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভারতে আসছেন ।

শিখ ফর জাস্টিস (এসএফজে)- নামে নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠনের নেতা গুরপতয়ন্ত সিংহ পন্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্ত নামে এক ভারতীয়ের বিরুদ্ধে মামলা শুরু করেছে আমেরিকান প্রশাসন।তিনি চেক প্রজাতন্ত্রের হাতে গ্রেফতার আছেন। এই ঘটনার পর এই প্রথম অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সরকারি ভাবে বৈঠকে বসছে  এই দুই দেশ। সূত্রের খবর স্বাভাবিক ভাবেই গোটা বিষয়টি আলোচনায় উঠে আসবে ।

পন্নুনের বিষয় ছাড়াও আর যে যে বিষয়গুলি আলোচনা হবে বলে জানা গিয়েছে তার মধ্যে রয়েছে, সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটে হামলাকারীকে গ্রেফতারে সহায়তা, ভারতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে খলিস্তানপন্থীদের ভূমিকার মতো বিষয়গুলি। ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।সূত্রে জানা যাচ্ছে, খলিস্তানি বিষয়টি ছাড়াও আলোচ্য বিষয়ের তালিকায় থাকবে মাদক বিরোধিতা,অভিবাসন, নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা,মানব পাচার,  যৌন শোষণ রোধ, অর্থনৈতিক নিরাপত্তা, বাণিজ্য, সাইবার নিরাপত্তা এবং ইলেকট্রনিক ভ্রমণ নথির প্রস্তাব প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *