রুশ সেনায় ভারতীয়দের নিয়োগ নয়, মস্কোকে আবেদন ভারতীয় বিদেশ মন্ত্রকের

ভারতীয় নাগরিকদের যাতে রুশ সেনায় নিযুক্তি থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়, রুশ সরকারের কাছে এমনই আবেদন জানাল ভারতের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে বিদেশ মন্ত্রকের বার্তা, রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দেরও যাতে রুশ-ইউক্রেন যুদ্ধ থেকে যেন দূরে থাকেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়ালের একটী বিবৃতি অনুযায়ী, কয়েক জন ভারতীয় রুশ সেনায় যোগ দেবার খবরটি নজরে এসেছে। তাঁদের দ্রুত অব্যাহতি দিতে রুশ প্রশাসনের কাছে সেই আবেদন জানিয়েছে ভারতীয় দূতাবাস। সেখানকার ভারতীয়দেরও সে সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

সম্প্রতি নজরে আসে, গত বছর রুশ সেনার সহযোগী হিসাবে প্রায় শ’খানেক ভারতীয় যোগ দিয়েছেন। মূলত চাকরির প্রলোভন দেখিয়েই ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছে। অন্তত তিন জন ভারতীয়কে ইউক্রেন যুদ্ধেও পাঠানো হয়। এর পরেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশড়শঞ সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। রুশ সেনায় নিযুক্ত একজন ভারতীয়ের পরিজন এ বিষয়ে হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছেও আবেদন জানিয়েছিলেন। একই সঙ্গে সাংসদ ওয়েইসিকেও বিষয়টি জানানো হয়। এর পরেই ওয়েইসি বিষয়টি  বিদেশ মন্ত্রক এবং মোদী সরকারের কাছে তুলে ধরেন।

রাশিয়ার থাকা ওই ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর জন্যও উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানান ওয়েইসি। প্রসঙ্গত  উল্লেখ্য ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য রাশিয়ার তরফে বিদেশি নাগরিকদের সেনায় নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই রুশ সেনায় অন্তত ২০০ নেপালিকে নিযুক্ত করা হয় । আর এর পরেই নেপাল গত জানুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের ক্ষেত্রে ভিসার ‘ওয়ার্ক পারমিট’ আপাতত স্থগিত রাখার ঘোষণা করে। এ বার অভিযোগ সামনে আসায় নড়েচড়ে বসল ভারতও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *