অভিষেক টেস্টেই সবার নজর কাড়লেন বাংলার আকাশ দীপ। বাংলার পেসারের গতি এবং ইনসুইংয়ে ছিটকে গেল জ্যাক ক্রলির স্টাম্প। প্রথম স্পেলে ৭ ওভারে তিন উইকেট তুলে নেন আকাশ দীপ। যশপ্রীত বুমরার অভাব ঢেকে দিলেন তিনি।ইংল্যান্ড প্রথম সেশনে ১১২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে।
দ্বিতীয় ওভারেই ইংরেজ ওপেনার ক্রলির স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন আকাশ। কিন্তু বলটি নো বল থাকায় বেঁচে যান ওপেনার ক্রলি। আকাশের গতি এবং ইনসুইং দেখে এটি বোঝাই যাচ্ছিল প্রথম উইকেট পেতে খুব বেশি সময় লাগবে না। আর তাইই হল। পঞ্চম ওভারে আকাশ বাঁহাতি ডাকেটকে আউট সুইং করে তুলে নেন। উইকেটরক্ষক ধ্রুব জুরেলের ক্যাচ নেন ডাকেটের। আকাশ দ্বিতীয় উইকেট পেয়ে যান দ্বিতীয় ওভারেই। এলবিডব্লিউ করেন অলি পোপকে।
আকাশের তৃতীয় উইকেট ক্রলি। ৪২ বলে ৪২ রান করে আউট হন ক্রলি। ভারতও টেস্টের প্রথম দিনে তিন উইকেট পেয়ে যায়। আকাশ দীপ একের পর এক উইকেট নিয়ে ঢেকে দেন বুমরার অভাব। এই ম্যাচে বুমরাকে বিশ্রাম দিয়ে সেই জায়গায় আকাশকে দলে নিয়েছেন রোহিত শর্মারা। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন আকাশ দীপ। প্রথম সেশনে আকাশ ছাড়াও রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা একটি করে উইকেট নিয়েছেন। অশ্বিন জনি উইকেট নেন বেয়ারস্টোকের এবং জাডেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। মধ্যাহ্নভোজের আগেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড।