ইংল্যান্ড সিরিজ়ে পিছিয়ে থেকে এখন রাঁচীতে খেলতে নামছে ।কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে নেমেই বেন স্টোকস চমকে উঠেছেন। ইংরেজ অধিনায়কের মাথায় কিছুই ঢুকছে না।বেন স্টোকস নাকি অবাক।তিনি নাকি আগে কোনও দিন এই ধরনের পিচ দেখেননি। সিরিজ়ে পিছিয়ে থেকে ইংল্যান্ড রাঁচীতে খেলতে নামছে এখন মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে নেমেই চমকে উঠেছেন স্টোকস। পিচ দেখে ইংরেজ অধিনায়কে মাথায় কিছুই ঢুকছে ন।
সাধারণত রাঁচীর পিচ নাকি একটু নিচু ও মন্থর হয়।স্টোকস জানিয়েছেন পিচ দূর থেকে এক রকম আর কাছে গেলে অন্য রকম লাগছে ।স্টোকস বলেন, “আমি আগে কোনও দিন এই ধরনের পিচ দেখিনি। এই পিচে কী হবে তার কোনও ধারণা আমার জানা নেই। ভাল করে দেখলে দেখা জায়, পিচের এক দিকের থেকে অন্য দিকের আবস্থা একদমই আলাদা। ভারতে এই ধরনের পিচ আগে আমি কখন দেখিনি।”
স্টোকস জানিয়েছেন, যে তিনি যখন সাজঘর থেকে পিচ দেখছিলেন তখন যে রকম পিচ লাগছিল, কাছে গিয়ে পুরটাই অন্নরক লাগেনি। ইংরেজ অধিনায়ক বলছিলেন “সাজঘর থেকে পিচ নাকি সবুজ লাগছিল। কিন্তু যখন কাছে গিয়ে ভাল ভাবে দেখলাম কালো মাটির উইকেট লাগল তখন।বড় বড় ফাটল দেখলাম দেখলাম কয়েক টা জায়গায়। এখনও পর্যন্ত যদিয়ও ভারতীয় দলের তরফে তেমন কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।