টিম ইন্ডিয়ার পর এবার গুজরাট টাইটান্সের জন্যও খারাপ খবর। বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে গোড়ালির চোট এখনও সারেনি মহম্মদ শামির। আর তাই আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন শামি। এমনিতেই এবারে হার্দিক পাণ্ডিয়াকে পাওয়া যাবে না কারণ তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন। ফলে গুজরাটের নতুন অধিনায়ক শুভমান গিলের উপর যে চাপ বাড়বে সেটাই স্বাভাবিক।
এক বোর্ড কর্তা বলেন, “গত জানুয়ারির শেষ সপ্তাহে শামি ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে ডাক্তারদের সঙ্গে আলোচনার পর গোড়ালিতে কিছু ইঞ্জেকশন নিয়েছিলেন। ওঁকে বলা হয়েছিল তিন সপ্তাহ অপেক্ষা করলে সুস্থ হবেন। বল হাতে মাঠে নামতে না পারলেও, রানিং করতে অসুবিধা হবে না। কিন্তু ওষুধে লাভ হয়নি, ব্যথা কমেনি।” তিনি আরও বলেছেন “আর এই মুহূর্তে অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় নেই। আর তাই কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডে যাবেন শামি। আর তাই ওঁর আইপিএল খেলার কোনও প্রশ্নই ওঠে না।”
গত বিশ্বকাপেও চোট নিয়ে খেলেছিলেন তারকা পেসার। কিন্তু গোড়ালির চোট বেড়ে যাওয়ায় তাঁকে পরবর্তী সময় ভারতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও খেলছেন না টিম ইন্ডিয়ার এই তারকা পেসার। আর তাই তাঁকে এবারের আইপিএলও দেখা যাবে না। বোর্ড সূত্রে মারফত এমনটাই খবর।