টেস্ট সিরিজ় থেকে বিরতি নিয়ে বিরাট কোহলি রয়েছেন লন্ডনে। সমাজমাধ্যমে মঙ্গলবারই কোহলি এবং অনুষ্কা শর্মা জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়েছে ।সে দিনই প্রকাশ্যে এসেছেন কোহলি, ধরা পড়েছেন এক ভক্তের ক্যামেরায়।
কন্যা ভামিকার জন্ম মুম্বইয়ে হলেও দ্বিতীয় সন্তানের জন্মের জন্য কোহলি ও অনুষ্কা বেছে নিয়েছেন লন্ডনের হাসপাতাল। বেশ কিছু দিন আগেই তাঁরা লন্ডন চলে গেলেও এত দিন প্রকাশ্যে আসেননি। সম্ভবত পারিবারিক গোপনীয়তা বজায় রাখতেই লোকচক্ষুর আড়ালে ছিলেন বিরুষ্কা। মঙ্গলবার ছেলে অকায়ের জন্মের পর প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছে কোহলিকে। লন্ডনের রাস্তায় তাঁর ছবি ভাইরাল সমাজমাধ্যমেও।
সূত্রের খবর, দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পর অনুষ্কার শরীরে নানারকম জটিলতা দেখা দিতে শুরু করেছিল। সেই কারণেই প্রথম থেকে বিষয়টি আড়ালে রেখেছিলেন বিরুষ্কা। স্ত্রী এবং সন্তানকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি কোহলি এবং গোপনীয়তা বজায় রাখতে লন্ডনের হাসপাতাল বেছে নিয়েছিলেন তাঁরা। লন্ডনে যাওয়ার পর পুরো বিষয়টি গোপন রাখতে তাই প্রকাশ্যে আসেননি বিরুষ্কা। সব কিছু ভাল ভাবে হবার পর প্রকাশ্যে দেখা গেল কোহলিকে।