অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আবসেশে সাথ পাকে বাঁধা পরলেন।ইতি মধ্যে তাঁদের বিয়ের ছবি প্রাকাশে এসেছে। আগেই সম্পর্ক নিয়ে অবসান হয়েছিল জাল্পনা্র, কিন্তুবেশ কয়েক দিন ধরেই বিয়ে নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল ।অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আবষেশে সাত পাকে বাঁধা পড়লেন। তাঁদের বিয়ের ছবি প্রকাশে এসেছে। অনলাইনকে শ্রীময়ী জানান, গত ১৪ ফেব্রুয়ারি আত্থাত ‘ভ্যালেনটাইনডে’-র দিন বিয়ে করে্ন দুজনে।
শ্রীময়ী সেই প্রশ্নের উত্তরে বলেন যে, “এখনও বিশ্বাস করে উঠতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি।সামনের দিন গুলি দু’জনে মিলে ভাল ভাবে কাটানোর কথা ভাবছি।” শ্রীময়ী জানান যে, আগামী ৬ মার্চ ঘরোয়া ভাবে একটি অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠানটি কোথায় হবে সে সব নিয়ে এখনও নির্ধারণ করা হয়নি। প্রাথমিক ভাবে আমন্ত্রিতদের তালিকাও একটি তৈরি করা হয়েছে। ফেব্রুয়ারি অর্থাৎ ‘ভ্যালেনটাইনস্ ডে’-র দিন আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে দু’জনের।
শ্রীময়ীকে যে কাঞ্চন বিয়ে করতে পারেন, সেই কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তাদের দু’জনের সম্পর্কেও নাকি কোনও রাখঢাক ছিল না। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ বাধা ছিল।তাদের গত ১০ জানুয়ারি আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এর পরেই আর কোনআর রকম বাধা ছিল না দু’জনের সামনে। অবশেষে দুজনেই একে অপরের হলেন ।