বাফটার মঞ্চে পুরো ভারতীয় পোশাকে নজর কারলেন এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

আর্ন্তজাতিক মঞ্চে আরও এক বার শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে  পুরস্কার দিতে দেখা গেল ৭৭তম বাফটার মঞ্চে । তিনি পুরস্কার তুলে দিলেন বিখ্যাত পরিচালক জোনাথন গ্লেজ়ারের হাতে । বাফটা মঞ্চে ভারতীয় পোশাকে চমক লাগিয়ে দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সব্যসাচীর নকশা করা গর্জেস শাড়িতে দেখা গিয়েছে দীপিকাকে । সঙ্গে হাতকাটা ডিপনেক ব্লাউজ়। হালকা গয়নাতে দেখাগিইয়েছে দীপিকাকে । ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাফটা অ্যাওয়ার্ড লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয় ।

 এই নিয়ে নেটি দুনিয়ায় এই কৌতূহল বারছে , তবে কি দীপিকাকে এবার হলিউড পর্দায় দেখা যেতে পারে।অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘ফাইটার’ ছবি কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে । ঋতিক রোশনের সঙ্গে দীপিকার বড় পর্দায় রোম্যান্স মনে ধরেছে অনুরাগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *