ইংল্যান্ড সিরিজ় থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। একটি টেস্টেও খেলবেন না তিনি। ছুটি নিয়ে কি তিনি বোর্ডের তোপের মুখে পড়েছেন? এই নিয়েই মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ।ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিরাটের সিদ্ধান্তকে তারা সম্মান জানাচ্ছেন । সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে জয় শাহ বলেন, “কোনও ক্রিকেটার যদি ১৫ বছরে এক বার ব্যক্তিগত কারণে ছুটি নিতে চায়,তার সেই অধিকার আছে। বিরাট একজন এমন ক্রিকেটার যে অকারণে ছুটি চাইবেন না। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান করি। আমাদের ক্রিকেটারদের উপর ভরসা আছে। বিরাটের সঙ্গে আমরা এ বিষয়ে পরে কথা বলব।”
বিরাট কোহলি প্রথমিকভাবে ভারতের প্রথম দুই টেস্ট দলে ছিলেন। কিন্তু সিরিজ় শুরু হওয়ার আগে হঠাৎই তিনি ছুটি চান। সেই সময় ক্রিকেট বোর্ড জানায়, ম্যানেজমেন্ট ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। দলও বিরাটের সিদ্ধান্ত মেনে নিয়েছে। ঠিক কি কারণে বিরাট ছুটি নিয়েছেন তা স্পষ্ট না হলেও জল্পনা, বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় বার মা হতে চলেছেন।আর সে কারণেই, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইছেন তিনি। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি বিরাট কোহলি।
তৃতীয় টেস্টে বিরাট দলে ফিরবেন কি সে বিষয় নিয়ে ধোঁয়াশা ছিল। সেই কারণেই, দল ঘোষণা করতেও দেরি হচ্ছিল। অবশেষে বিরাট জানিয়ে দেন এই টেস্টের একটি ম্যাচেও তিনি খেলতে পারবেন না । তার পরেই বিরাটকে বাদ দিয়ে দল ঘোষণা করেন বিসিসিআই নির্বাচকেরা।