সংযুক্ত আরব আমিরশাহির পর এবার কাতার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া সফরে গিয়ে নয়াদিল্লি ও দোহার সম্পর্ক নিবিড় করতে সক্রিয় হলেন । বৃহস্পতিবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী।
বিদেশ মন্ত্রকের তরফে দেয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অর্থ এবং প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।উল্লেখ্য প্রধানমন্ত্রী মোদীর সফরের আগেই গত সোমবার কাতারের জেলে বন্দি ভারতীয় নৌসেনার মোট আট জন প্রাক্তন আধিকারিককে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছিল কাতার আদালত। সেই নির্দেশ নিয়ে দীর্ঘ দিন ধরেই টানাপড়েন চলেছিল।
শেষ পর্যন্ত মোদী সরকারের আবেদন মেনে নিয়েছে কাতার সরকার। ইজ়রায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই অবসরপ্রাপ্ত নৌসেনাদের মুক্তি ভারত এবং কাতার সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।