আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন মোদী

উত্তরপ্রদেশের অযোধ্যার পর এবার পশ্চিম এশিয়ার মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরশাহিতে মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে, বুধবার তিনি আবুধাবিতে বিএপিএস (বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সোসাইটি) দ্বারা নির্মিত একটি হিন্দু মন্দিরের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন।

এটি আবুধাবির প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরশাহিতে এটি দ্বিতীয়। দেশটির সবচেয়ে বড় শহর দুবাইতে একটি মন্দির রয়েছে। প্রসঙ্গত, মোদী ক্ষমতায় আসার পর থেকেই আবুধাবিতে মন্দির নির্মাণ নিয়ে আলোচনা শুরু হয়। মোদি ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। এর পরে, সেই দেশের সরকার ঘোষণা করেছিল যে তারা আবু ধাবির শেখ জায়েদ হাইওয়ের পাশে আবু মুরেখায় একটি হিন্দু মন্দির নির্মাণের জন্য ২০,০০০ বর্গ মিটার জমি বরাদ্দ করবে।

জমি অধিগ্রহণের পরপরই বিএপিএস মন্দিরের নির্মাণকাজ শুরু হয়। গত ডিসেম্বরে স্বামীনারায়ণ সংগঠনের প্রতিনিধি স্বামী ঈশ্বরচরণদাস এবং স্বামী ব্রহ্মাভিহরিদাস দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে মন্দির উদ্বোধনের আমন্ত্রণ জানান। মোদি তাদের আল ওয়াথবায় যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। দুদিনের আমিরশাহী সফরে মঙ্গলবার মোদি সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে বৈঠক করেন। বিদেশ মন্ত্রক জানায়, বুধবার দ্বিপাক্ষিক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে আমিরশাহীতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং আরব সাগর অঞ্চলের নিরাপত্তায় দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *