আমেরিকায় আবারও চলল এলোপাথাড়ি গুলি, নিহত এক, আহত ২১

আমেরিকায় পুনরায় বন্দুকবাজদের হামলায় প্রাণ দিলেন এক মহিলা। আহত হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা  বেশ আশঙ্কাজনক।  আমেরিকার কানসাস শহরে বুধবার ‘সুপার বোল’ প্রতিযোগিতার বিজয় উৎসবের মধ্যেই এই ভয়ানক হামলার ঘটনা ঘটে। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সাধারণত মানুষের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। সেইদিন প্রতিযোগিতার বিজয়ী দল কানসাস শহরে তাদের জয় উদযাপন করছিল। গণমাধ্যম সূত্রে খবর, সেই উৎসবের মধ্যেই বন্দুক হাতে ঢুকে পড়েন কয়েক জন দদুষ্কৃতি আর তার পর আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

 এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভিড়ের মধ্যে এবং উপস্থিত সকলের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। সূত্রের খবর, ভিড়ের মধ্যে ২১ জনের গুলি লেগেছে। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে এবং বাকি আহতদের মধ্যে ১১ জনই স্কুলপড়ুয়া।আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলায় নিহত মহিলার নাম লিসা লোপেজ গালভান। পুলিশ সূত্রে জানা গেছে ,এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁরা কেন গুলি চালালেন বা তাঁদের উদ্দেশ্য কী ছিল, সেই সব প্রশ্নের উত্তর এখনও পায়নি পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

প্রত্যক্ষদর্শীদের মতে, গুলির শব্দ শোনা মাত্রই আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন সকলে। তবে আরও হতাহতের ঘটনা ঘটতে পারত, তবে কয়েক জনের উপস্থিত বুদ্ধি এব‌ং তৎপরতার কারণে তা এড়ানো গিয়েছে। বুধবারের ঘটনার কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, আমেরিকায় বার বার বন্দুকবাজদের হামলার ঘটনা প্রকাশ্যে আসছে। দিন দুয়েক আগে নিউ ইয়র্ক শহরের  স্টেশনের ভিতর গুলি চালানোর ঘটনা ঘটেছে। আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক জন। গত বছর অক্টোবরে এক স্কুলের ভেতর বন্দুকবাজদের হামলায় ২২ জন শিশু প্রাণ হারিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *