বিমানের ইঞ্জিনে গোলযোগ, অবতরণের আগেই ভেঙে পড়ল রাস্তায়

গণমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ফ্লোরিডার হাইওয়েতে ভেঙে পড়ল একটি প্রাইভেট বিমান। সেই বিমানে পাইলট-সহ মোট পাঁচ জন ছিলেন। মাঝ আকাশে বিমানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়।পরিস্থিতি বুঝতে পেরে জরুরি অবতরণের জন্য পাইলট  বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল জরুরি অবতরণ করতে অনুমতি দিলে বিমানটি নেপলস বিমানবন্দরের অভিমুখে রওনা হয়।

সূত্রের খবর, বিমানবন্দরে নামার মিনিট দু’য়েক আগে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের উপরই সেটি ভেঙে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং উদ্ধারকারীর একটি দল। বিমান থেকে যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জন চিকিৎসাধিন চলছে।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ তাঁদের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানায়, বিকেল সওয়া তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। নেপনলস মিউনিসিপ্যাল বিমানবন্দরের সঙ্গে জরুরি অবতরণের জন্য যোগাযোগ করেছিলেন পাইলট। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল অনুমতি দিলেও রানওয়েতে নামাতে পারেন না তিনি বিমানটিকে।স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবি এবং ভিডিয়োতে দেখা যাচ্ছে জ্বলন্ত বিমানটি রাস্তার পাশে পড়ে রয়েছে। তবে বিমানটি রাস্তায় কোনও গাড়িকে ধাক্কা মেরেছে কি না, তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *