অবশেষে ঘোষণা করা হল ভারতের টেস্ট দল, নেই কোহলি

বিরাট কোহলিকে বাদ দিয়েই অবশেষে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।দলে জায়গা পেলেন বাংলার আকাশ দীপ এবং মুকেশ কুমার।প্রথম দুটি টেস্টে খেলেননি, এ বার পুরো টেস্ট  সিরিজ় থেকেই সরে দাঁড়ালেন বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি খেলবেন না বলে জানিয়েছে বোর্ড। শেষ তিন টেস্টে দলে রাখা হল না শ্রেয়স আয়ারকেও। তাঁর পিঠে চোটের কারণে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজা দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি। তাঁদের দলে ফেরানো হয়েছে। যদিও চোট সারলে তবেই খেলতে দেখা যাবে রাহুল এবং জাডেজাকে। বিরাট ও শ্রেয়স নেই। অনিশ্চিত রাহুলও। এমন অবস্থায় দলে রাখা হল রজত পাটীদার এবং সরফরাজ় খানকে। দলে রাখা হয়েছে  উইকেটরক্ষক শ্রীকর ভরত এবং ধ্রুব জুড়েলকে। প্রথম দু’টি টেস্টেও তাঁরা দলে ছিলেন । রয়েছেন  যশস্বী জয়সওয়াল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হবেন তিনিই। তিন নম্বরে থাকবেন শুভমন গিল।

দলে ফেরানো হয়েছে জাডেজাকে। তাঁর সঙ্গে স্পিন বিভাগ সামলাতে থাকছেন রবিচন্দ্রন অশ্বিনও। তাঁদের সঙ্গী অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। পেস বিভাগ সামলাবেন যশপ্রীত বুমরা। তিনি সহ-অধিনায়কও। বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা শোনা গেলেও তা করা হয়নি। দলে ফিরলেন মহম্মদ সিরাজও এবং বুমরাকেও। সঙ্গে রইলেন মুকেশ কুমার এবং আকাশ দীপ। বাংলার দুই পেসার একসঙ্গে ভারতীয় দলে। প্রথম বারের জন্য টেস্ট দলে ডাক পেলেন বাংলার আকাশ।

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট। রাজকোটে হবে সেই ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে পরের তিনটি টেস্টে ভারতীয় দলে থাকছেন- রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, রজত পাটীদার, সরফরাজ় খান, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশ দীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *