মুম্বইয়ের উপকূলে ভেসে আসল কুয়েতি নৌকা, আতঙ্কে শহর

২০০৮ সালের মতো জলপথে আরেকটি হামলার আশঙ্কায় মুম্বাইয়ের উপকূলে একটি কুয়েতি নৌকা ধরা পড়ে। ওই ট্রলারে তিনজন ছিলেন। মুম্বাই উপকূলীয় পুলিশ প্রংস লাইটহাউসের কাছে নৌকাটিকে আটক করে। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে কিছু দূরে জাহাজটি আটক করা হয়। এর মধ্যেই মুম্বাইয়ে হামলার আশঙ্কা দেখা দিয়েছে।

কুয়েতি নৌকায় থাকা তিনজনকে মুম্বাইয়ের কোলাবা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর আটক ব্যক্তিরা দাবি করে যে তারা ভারতীয়। তারা কন্যাকুমারীর বাসিন্দা। তারা পেশায় মৎস্যজীবী। ২৮ জানুয়ারি কুয়েত থেকে সমুদ্রপথে ভারতে যাত্রা শুরু করে তারা।

মুম্বাই পুলিশের পোর্ট জোনের ডিসিপি সঞ্জয় লটকার জানান, ‘আটক ব্যক্তিরা দাবি করেছে যে তারা কন্যাকুমারীর বাসিন্দা। তারা কুয়েতের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তবে গত দুই বছর ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। তাদের পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে। এ অবস্থায় তারা কুয়েত থেকে পানিপথে পালানোর পরিকল্পনা করে। এতক্ষণ জলে ভাসিয়ে জিপিএস ডিভাইসের সাহায্যে তারা মুম্বাই পৌঁছেছে।’

জানা গেছে, আটক হওয়া ব্যক্তিরা হলেন- নিতসো দিত্ত (বয়স ৩১ বছর), সায়ন্ত অনীশ (বয়স ৩২ বছর) এবং বিজয় বিনয় অ্যান্টনি (বয়স ৩২ বছর)। ধৃতদের কোলাবা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইংরেজি বা হিন্দিতে কথা বলতে না পারায় তাদের কথাবার্তায় সমস্যা হচ্ছে বলে জানা গেছে। এ অবস্থায় পুলিশ বলছে, অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করলেও নিজেরাই অপরাধের শিকার করেছে। তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সন্দেহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *