গাছ মেরে কারাবাস হল গাছের

১০০ বছরের জন্য গাছের কারাবাস। নিজে বিকশিত হতে গিয়ে আশেপাশের ছোট গাছ গুলিকে মেরে ফেলেছে একটি বড় গাছ। আর এই কারণেই শেখ জিয়াউর রহমান নামের এক ব্যক্তি ওই বড় গাছটিকে শিকল ও বেরি পরিয়ে গ্রেফতার করলেন।
আগামী একশো বছরের জন্য গাছটিকে গ্রেফতার করা হয়েছে। নাগরাকাটা এলাকার একটি বেসরকারি পার্কের ভেতরে বাগান তৈরি করছিলেন ওই ব্যক্তি।
নজরে আসে একটি জংলি গাছ নিজে বেড়ে উঠলেও তার আশেপাশে থাকা ছোট গাছগুলি তার জন্য বাড়তে না পেরে মরে যায়। মানুষ যদি মানুষকে খুন করে তবে তার শাস্তি হয় তবে গাছের হবে না কেন। এই চিন্তা মাথায় আসতেই রীতিমতো আনুষ্ঠানিকভাবে গাছটিকে গ্রেফতার করা হয়।

শেখ জিয়াউর রহমান জানান, একটি গাছকে গ্রেফতার করার মাধ্যমে আমরা আগামী ১০০ বছরের জন্য সেই গাছটির দায়িত্ব নিলাম। আমার পরের প্রজন্ম এই গাছটি রক্ষণাবেক্ষণ করবে। পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছি।
যদিও পরিবেশপ্রেমীদের এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া, তাদের মতে এইভাবে গাছে শেকল কিংবা বেরি পরিয়ে আটকে রাখা যায় না। তবে এইভাবে গাছকে গ্রেফতার হতে দেখেননি কেউ। শোনা যায় পরাধীন ভারতে এক ব্রিটিশ সাহেব একটি বটগাছকে ঠিক একইভাবে গ্রেফতার করেছিল। কেননা সেই বটগাছ ক্রমশ তার বাড়ির দিকে এগিয়ে আসছিল। তবে এদিন সামনে থেকে এইভাবে গাছকে গ্রেফতার হতে দেখে হতবাক অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *