অশ্বিন-জাডেজা জুটির নয়া নজির টেস্ট ক্রিকেটে

অনিল কুম্বলে-হরভজন সিংহ জুটির রেকর্ড ভেঙে গেল। ভারতের টেস্ট উইকেট এখন সব থেকে সফল বোলিং জুটি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এমনই নজির গড়লেন তাঁরা।কুম্বলে এবং হরভজন জুটি ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচগুলিতে তারা একত্রে মিলে নিয়েছিলেন ৫০১টি উইকেট। কুম্বলে ২৮১টি উইকেট এবং হরভজনের উইকেট সংখ্যা ২২০টি। এত দিন পর্যন্ত তাঁরাই ছিলেন টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম বোলিং জুটি। বৃহস্পতিবার তাঁদের ছাপিয়ে গেলেন অশ্বিন এবং জাডেজা।

ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং-এর  সামনে প্রথম ঘণ্টাতেই রোহিত শর্মা বোলিং-এ আনেন অশ্বিন-জাডেজা জুটিতে। অশ্বিনের বলে প্রথমে আউট হন বেন ডাকেটকে। কুম্বলে-হরভজন জুটি উইকেট সংখ্যা ছুঁয়ে ফেলেন তাঁরা। এর পর ইনিংসের ১৫তম ওভারে অলি পোপকে আউট করেন জাডেজা। তাঁর এই উইকেটে কুম্বলে-হরভজন জুটিকে টপকে টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম জুটি হলেন অশ্বিন এবং জাডেজা। উল্লেখ্য, এ দিন জো রুটকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি অলরাউন্ডার। অশ্বিন-জাডেজা জুটির উইকেট সংখ্যা এখন ৫০৬। তার মধ্যে অশ্বিনের উইকেট সংখ্যা ২৭৮টি এবং জাডেজার ২২৮টি। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বিষেণ বেদি এবং বিএস চন্দ্রশেখর জুটির। তাঁরা এক সঙ্গে ৪২টি টেস্টে ৩৬৮টি উইকেট নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *