সোমবার ২২ –এ জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের।পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে দরজা। অযোধ্যার রামের ভক্তেরা মন্দিরে দু’হাত ভরে দান করছেন বলে জানাল রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অছি পর্ষদ। দান গ্রহণ করার জন্য মোট ১০টি কাউন্টার খোলা হয়েছিল । পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল ‘অনলাইন ডোনেশনে’রও।
মন্দিরের একজন অছি সদস্য অনিল মিশ্রের মতে, মঙ্গল ও বুধঅএই দু’দিনেই প্রায় ৫ লক্ষ ভক্ত সমাগম হয়েছে রামমন্দিরে। আর সে দিনেই প্রায় কয়েক কোটি টাকা জমা পড়েছে মন্দিরের দানবাক্সে।অনলাইন এবং মন্দিরের ১০টি কাউন্টারে জমা পড়া অর্থ মিলিয়ে আপাতত জানা গিয়েছে রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা দান করেছেন ভক্তরা।
প্রথম দিনেই এত পরিমাণ অর্থ দান তহবিলে জমা পড়ায় চমৎকৃত মন্দির কর্তৃপক্ষ। অবশ্য কেন্দ্র আগেই জানিয়েছে, অযোধ্যা রামমন্দির তৈরি হয়েছে গোটা দেশ থেকে আসা দানের অর্থে।মন্দির তৈরি করতে খরচ হয়েছে কয়েক হাজার কোটি টাকা। উদ্বোধনের আগেই বিভিন্ন রাজ্য থেকে রামলালার জন্যও এসেছে নানা দানসামগ্রী। ফলে প্রথম দিনেই কোটি টাকার দান আসবে সেটাই স্বাভাবিক। তবে দান যেমন জমা পড়েছে, তেমনই মন্দির চত্বরে ভক্তদের দর্শন ঘিরে বিপুল বিশৃঙ্খলারও তৈরি হয়েছে। আপাতত মন্দির চত্বরে হাজার হাজার পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ভিড়ের ভয়ে উত্তরপ্রদেশ প্রশাসন নেতা-মন্ত্রী ও তারকাদের অনুরোধ করেছেন তাঁদের রামমন্দির দর্শনের পূর্ব নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে দিতে। ভক্তদেরও অনুরোধ করেছেন কিছু দিন পরে রামমন্দির দর্শনে আসতে।