নয়া রাজনৈতিক ভাষ্য প্রধানমন্ত্রীর-‘রাম কারও একার নন, রাম সবার’!

রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র ঠিক পরেই নতুন রাজনৈতিক ভাষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘রাম কারও একার নন, রাম সবার’। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন লোকসভা ভোটের দিকে তাকিয়েই এক দিকে তিনি যেমন শুধুমাত্র রামমন্দিরের আবেগের উপর নির্ভরশীল না হয়ে দেশের অর্থনীতি, পরিকাঠামো উন্নয়নের স্বপ্নকে গুরুত্ব দিচ্ছেন, অন্যদিকে রামকে শুধুমাত্র সঙ্ঘ পরিবার বা বিজেপির হিন্দু বলয়ের মধ্যে সীমিত না রেখে উদারতার বার্তাও দিচ্ছেন।

রাজনীতি বিশেষজ্ঞদের মতে, এ কাজ করতে পারেননি তাঁর পূর্বসূরি লালকৃষ্ণ আডবাণী বা মুরলী মনোহর জোশীরাও। গত কাল নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘রাম থেকে রাষ্ট্র।’’ বিশেষজ্ঞদের মতে, তিনি রাম তথা রামমন্দিরকে কাজে লাগিয়ে  আর নতুন করে মেরুকরণ করতে চাইছেন না ভোটের আগে। হিন্দু ভোট তথা উত্তর ভারতে জয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মোদী এ বার চাইছেন গোঁড়া হিন্দুত্বের বাইরের বলয়কেও ছুঁতে।

সম্প্রতি শিয়া মুসলিমদের সঙ্গে সংযোগের চেষ্টাও করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে ‘ভাইব্র্যান্ট গুজরাত’-এ আমদাবাদে রোড শো করেছেন, সেই রোড শো’য়ে উপচে পড়েছেন বোহরা মুসলিমেরা। রামমন্দিরের উদ্বোধনেও মুসলিম সমাজের একাংশকে সঙ্গে নেওয়ার চেষ্টা দেখা গেছে মোদী সরকারের পক্ষ থেকে। ‘তিন তালাক’ বিল পাশ করানোতে মোদী সরকার মুসলিম সমাজের মহিলাদের মন জয়ের প্রশ্নে আশাবাদী। এবার মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগুরু অংশকেও বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *