রাম মন্দিরের পর অযোধ্যায় তৈরি হচ্ছে আরও ১৩ মন্দির

২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছে হাজার হাজার ভক্ত ভিড় শিশু রামকে দেখতে ভিড় জমাচ্ছেন মন্দিরে। মানুষের এই উদ্দীপনার মাঝেই নতুন পরিকল্পনার ঘোষণা করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গৌরভ গিরি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, অযোধ্যাকে গ্লোবাল স্পিরিট্যুয়াল ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে তুলতে মন্দির চত্বরের ভেতরে ও বাইরে মোট ১৩ নতুন মন্দির গড়ে তোলা হবে। এর মধ্যে মন্দির কমপ্লেক্সের ভেতরে তৈরি করা হবে ৬টি  এবং বাইরে তৈরি করা হবে ৭টি মন্দির।

আপাতত মন্দিরের তৃতীয় তলের কাজ চললেও ধীরে ধীরে মন্দিরের শিখর, মূল গম্বুজ তৈরি করা হবে। গৌরভ গিরি আরও বলেন, মূল পাঁচটি মন্দির আপাতত পরিকল্পানার মধ্যে রয়েছে। এরপর গণপতি, শিব, সূর্য ও দেবী জগদম্বার মন্দিরর তৈরি হবে। ওই  মন্দিরগুলি হবে রাম মন্দির চত্বরের চার কোণে। এছাড়া শ্রীরামের প্রধান ভক্ত হনুমানের মূর্তি হবে মন্দিরে ক্য়াম্পাসে।

উল্লেখ্য, ওইসব মন্দির তৈরির কাজ শুরু হয়েছে। যে জায়গাটিকে সীতা রসুই বলা হয় অর্থাৎ সীতার রান্না ঘর, সেখানে তৈরি হবে অন্নপূর্ণা মন্দির। বিশাল মন্দির চত্বরের বাইরে তৈরি করা হবে আরও ৭টি মন্দির। ওইসব মন্দিরগুলি হবে মহর্ষি বাল্মিকী, বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি, দেবী সাভারি ও জটায়ু পক্ষীর নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *