নামিবিয়া থেকে মোদীর আনা চিতা কুনোয় তিন শাবকের জন্ম দিল

নামিবিয়া থেকে আনা ‘জ্বালা’ নামক স্ত্রী চিতাটি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে তিনটি শাবকের জন্ম দিয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল আটটি চিতা। সেসময়য়ই ভারতে এসেছিল ‘জ্বালা’। পরে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা থেকেও আরও ১২টি চিতা নিয়ে আসা হয়।ভারতে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় চিতাগুলিকে।

২০২৩ সালের মার্চে কুনো জাতীয় উদ্যানে চারটি শাবকের জন্ম দেয় ‘জ্বালা’। তার মধ্যে তিনটি শাবকেরই মৃত্যু হয়ে যায়। প্রায় এক বছর পর আরও তিনটি শাবকের জন্ম দিল ‘জ্বালা’। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজের এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করে এই খবরটি জানিয়েছেন। সেই ভিডিয়োতে তিনটি শাবকের সঙ্গে দেখা গিয়েছে ‘জ্বালা’কেও। ভিডিয়োটি পোস্ট করে কুনোর জাতীয় উদ্যানে তিনটি শাবককে স্বাগত জানান ভূপেন্দ্র যাদব।  

সপ্তাহ খানেক আগেই নামিবিয়া থেকে আনা অন্য একটি স্ত্রী চিতা ‘আশা’ শাবকের জন্ম দিয়েছিল। সাত দিনের মাথায় আরও তিনটি শাবকের জন্ম হল কুনো জাতীয় উদ্যানে। সাত দশক আগে ভারত থেকে চিতা প্রায় বিলুপ্ত হয়ে যায়। চিতার সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েই ২০২২ সাল থেকেই নামিবিয়া এবং আফ্রিকা থেকে ভারতে চিতা নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *