বিশ্ব টেনিসে বড় অঘটন, অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় এক নম্বর ইগা শিয়নটেকের

ইন্দ্রপতন ঘটল অস্ট্রেলিয়ান ওপেনে। তৃতীয় রাউন্ডে পরাজিত হলেন মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় লিন্ডা নোসকোভার কাছে পোল্যান্ডের এই তারকা হারলেন ৬-৩, ৩-৬, ৪-৬-এর ব্যবধানে। এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যাম অধরা রইল বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড়ের। বিগত বছরও অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে গিয়েছিলেন তিনি।

চেনা মেজাজেই শনিবার খেলা শুরু করেছিলেন ইগা শিয়নটেক। সহজেই জিতে নেন প্রথম সেট সহজে জিতেও যান তিনি। কিন্তু দ্বিতীয় সেট থেকে শুরু হল তাঁর টেনিসের ছন্দপতন। প্রথম সার্ভিসই ঠিক মতো করতে পারছিলেন না। বৃদ্ধি পেতে শুরু করে তাঁর আনফোর্সড এররের সংখ্যাও। সেই সুযোগে ম্যাচের রাশ নিয়ে নেন নোসকোভা।

শীর্ষ বাছাই শিয়নটেক কাজে লাগাতে পারেননি একাধিক ব্রেক পয়েন্টও। দ্বিতীয় সেটে হেরে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে যান তিনি। সেই চাপ কাটিয়ে উঠতে পারেন না ম্যাচের শেষ পর্যন্ত। তৃতী সেটে ৪-৬ ব্যবধানে হেরে ছিটকে গেলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ড থেকেই। শিয়নটেক বিদায় নিলেও অন্য বাছাই খেলোয়াড়েরা পরের রাউন্ডে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *